স্টাফ রিপোর্টার: সিলেট ও রংপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় দুটি জেলায় পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়। এর আগে সকালে সিলেটে সাত দফা দাবিতে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি নামে দুটি সংগঠন পরিবহন ধর্মঘটের ডাক দেয়। ওদিকে রংপুর শহরে আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন খুনের ঘটনার জের ধরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সড়ক অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগ নেতারা।