সিলেটঃ সিলেট ক্যামব্রিয়ান কলেজের এইস.এস.সি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও বিদায়ী সংবর্ধনা কলেজ অডিটোরিয়ামে রোববার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। সিলেট ক্যামব্রিয়ান কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহমুদ মিয়া’র সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক প্রভাত বেলা সম্পাদক কবির আহমদ সুহেল। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, এস.এ.ও ফাউন্ডেশন ও সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব্বির আহমদ ওসমানী।
সিলেট ক্যামব্রিয়ান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার লিনা ও মিনহাজ আহমদের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রভাষক খয়রুন নছো চৌধুরী নাজ, প্রভাষক মাহফুজুর রহমান, প্রভাষক আশরাফুল আলম, মির্জা বশির আহমদ, এইস.এস.সি পরীক্ষার্থী তাজকিয়া আক্তার ও আব্দুল্লাহ আল জুবায়ের, একাদশ শ্রেণির শিক্ষার্থী আতাউর রহমান, সুহেল আহমদ, আনসার আহমদ প্রমূখ।
অন্যান্নদের মাধ্যে উপস্থিত ছিলেন, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রভাষক তাহমিনা আক্তার, প্রভাষক তানজিনা আক্তার, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার ইয়াহয়া আহমদ মারুফ, মানবাধিকারকর্মী আব্দুল আজিজ, ডা. রুকু প্রমূখ।