Home বিভাগীয় সংবাদ সিলেট বেতারের ‘বাউলিয়ানা’ অনুষ্ঠানের ২য় বর্ষপূর্তি

সিলেট বেতারের ‘বাউলিয়ানা’ অনুষ্ঠানের ২য় বর্ষপূর্তি

915
0

সিলেট: বাংলাদেশ বেতার(বাণিজ্যিক কার্যক্রম) এর পরিচালক ড. মির শাহ আলম বলেছেন, বাউলদের কথায় মনের ভাব প্রকাশিত হয়। সিলেট অঞ্চল বাউল গানের তীর্থভূমি। এখানকার বাউলদের গান বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। তাদের গান নিয়ে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলছে। হাসন রাজা, রাধা রমন, শিতালংশাহ, দ্বীনহীন, দূর্বিন শাহ, শেখ ভানু, আরকুম শাহ, গিয়াসউদ্দিন ও একুশে পদক প্রাপ্ত শাহ আব্দুল করিম এ অঞ্চলের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে উজ্জ্বল করেছে।

শুক্রবার সন্ধ্যায় মিরের ময়দানস্থ সিলেট বেতার ভবনে জনপ্রিয় লাইভ শো বাউলিয়ানার ২বছর বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস এম জাহিদ হোসেনের নির্দেশনায়, উপ-আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুল হক এর তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস এর প্রযোজনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-আঞ্চলিক পরিচালক মো. ফখরুল আলম। লাইভশো’র উপস্থাপক আনোয়ার হোসেন রনি ও হৃদি ফারহাদের উপস্থাপনায় অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন খ্যাতিমান শিল্পী সেলিম চৌধুরী।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কর্মসংস্থান ব্যাংকের সিনিয়র অফিসার ফয়েজ উল্লাহ, আওয়ামী আইন ছাত্র পরিষদ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রিপন, ডা. মনোয়ারুল ইসলাম ভুইয়া, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রাজিব সী, সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অলক পাল, অধিবেশন তত্ত্বাবধায়ক এম এ হোসেন, বহি:প্রচার প্রতিনিধি এম রহমান ফারুক। যন্ত্রবাদক ছিলেন পান্না দাস, দেবাশিষ বন্দোপাধ্যায়, আব্দুল বারী, পংকজ চৌধুরী।

Previous articleজগন্নাথপুরে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ
Next articleপতনের ভয়ে মান্নানকে আটকে রেখেছে সরকার: হান্নান শাহ