Home জাতীয় সিলেট মহানগরীর ১৭নং ওয়ার্ড জামায়াতের শীতবস্ত্র বিতরণ

সিলেট মহানগরীর ১৭নং ওয়ার্ড জামায়াতের শীতবস্ত্র বিতরণ

712
0

Logo Jamat 01
সিলেট মহানগর জামায়াতের সেক্রটারী মাওলানা সোহেল আহমদ বলেছেন, সমাজের অসহায় মানুষকে দুঃখ কষ্ঠে রেখে জাতীয় উন্নয়ন অগ্রগতি কখনোই সম্ভব নয়। ক্ষমতাসীন গোষ্ঠী রাষ্ট্রীয় অর্থ লুটপাট করলেও সমাজের অসহায় মানুষের কল্যানে কোন ভুমিকা পালন করছেনা। যা জাতির জন্য অত্যন্ত পরিতাপ ও লজ্জার বিষয়। বিবেকের তাগিদে সকল রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ বিত্তবানদেরকে শীতার্ত মানুষের পাশে সামর্থ নিয়ে দাড়াঁতে হবে। বাংলাদেশে জামায়াতে ইসলামী দেশ, জাতি ও ইসলামের কল্যানের রাজনীতি করে বিধায় অসহায় মানুষের পাশে দাড়াঁনোকে নৈতিক দায়িত্ব বলে মনে করে। দেশ ও জাতির সকল দুর্যোগে জামায়াতে ইসলামীর অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করে আসছে। এই ভুমিকা আজীবন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি বুধবার সিলেট মহানগরীর কোতয়ালী পুর্ব থানার ১৭নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে অসহায় শীর্তাতদে মাঝে শীত বস্ত্র বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর আব্দুস শাকুর এর সভাপতিত্বে ও ওয়ার্ড সভাপতি জাকারিয়া আহমদ-এর পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী নুরুল ইসলাম বাবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াত নেতা মো: হানিফ, মাহতাব আহমদ, ডা: জালাল আহমদ, আব্দুল করিম, আনোয়ার মোহাম্মদ ও আবু আব্দুল্লাহ প্রমুখ।

Previous articleবকশীবাজারের চিত্র কোন গণতন্ত্র না: ড. মিজানুর
Next articleরূপ ফিরে পাবে কি ‘এশিয়ার বৃহত্তম’ বটগাছ?