Home আঞ্চলিক সিলেট লেখক ফোরাম’র পিঠা উৎসব শনিবার

সিলেট লেখক ফোরাম’র পিঠা উৎসব শনিবার

812
0

Pitha Utsob
সিলেট: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট লেখক ফোরাম দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছে। এ উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারী শনিবার সিলেটের কামালবাজার এলাকার লালটেকস্থ আলহাজ তাহির আলী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল নয়টায় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসুচি শুরু হবে। বেলা ১১টা থেকে মাঠ মঞ্চে শুরু হবে পিঠা উৎসব, প্রতিযোগিতা, সাহিত্য আড্ডা ও আলোচনা সভা। পিঠা উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক ৫ম থেকে ১০ম শ্রেণীর যে কোন প্রতিষ্ঠানের যে কোন শিক্ষার্থী নিজ বাড়ী থেকে হাতে তৈরি যে কোন ধরনের কমপক্ষে এক প্লেট পিঠাসহ বেলা ১১টার মধ্যে আলহাজ তাহির আলী উচ্চ বিদ্যালয় মাঠ মঞ্চে উপস্থিত থাকতে হবে। ক্রিকেটে প্রথম পুরস্কার একটি একুশ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন ও ২য় পুরস্কার একটি চৌদ্দ ইঞ্চি রঙ্গিন টেলিভিশনসহ প্রতি খেলায় ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ ও ম্যান অব দ্যা ফাইন্যাল পুরস্কার থাকবে।

এছাড়া পিঠা উৎসবে অংশগ্রহণকারী বিজয়ীদের আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হবে। খেলা পিঠা উৎসব ও সাহিত্য আড্ডায় অংশগ্রহণকারীদের নাম তালিকাভুক্তিসহ বিস্তারিত তথ্যের জন্য ০১৭১৮৫০৮১২২, ০১৭১৪৫০৮১৯৪ ও ০১৭১২৮৫২৫৯০ মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল।

Previous articleবাংলাদেশের চলমান সঙ্কট জনগণই সমাধান করবে
Next articleহঠাৎ করেই সিলেট নগরী উত্তপ্ত, মুহুর্মুহু ককটেল বৃষ্টি সাথে পেট্রোল বোমার দৌরাত্ম্য