Home বিভাগীয় সংবাদ সিলেট সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

সিলেট সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

414
0

সিলেট: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিন কর্মী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের নগরীর টিলাগড় গ্রুপের সায়েম ও জাকারিয়া গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উভয় গ্রুপের দুই কর্মীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে দুপুরে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ায়।

এতে অস্ত্রের আঘাতে উভয় গ্রুপের ৩ কর্মী আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Previous articleদুদকের পরিবর্তে জালিয়াতি তদন্তের ভার পাচ্ছে পুলিশ
Next articleবাংলাদেশ বেতারের ক্রিড়া-ধারাভাষ্যের মান উন্নয়নে গুরুত্বারোপ