Home বিনোদন সুইটহার্টের জন্য ব্যাংককে মিম

সুইটহার্টের জন্য ব্যাংককে মিম

903
0

Mim
বিনোদন ডেস্ক: সুইটহার্ট ছবির শুটিং করতে বর্তমানে ব্যাংককে আছেন বিদ্যা সিনহা মিম। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। মিম এর আগে অভিনয়ের জন্য বিভিন্ন দেশে গেলেও ব্যাংককে এটিই তার প্রথম সফর। এতে তার সহশিল্পী হিসেবে কাজ করছেন রিয়াজ ও বাপ্পী।
এরই মধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে। এ প্রসঙ্গে মিম বলেন, ব্যাংককের পাতায়ায় আমাদের তিনটি গানের দৃশ্যায়ন হবে। চমৎকার একটি প্রেমের গল্পের ছবি এটি। আর প্রথমবার ছবির কাজে ব্যাংককে যাওয়া হচ্ছে। বেশ ভালো লাগছে। তবে বেশিদিন থাকা হবে না। কারণ ২ ফেব্রুয়ারি দেশে ফিরে পদ্ম পাতার জল ছবির কাজ শুরু করব। এ ছাড়া এই ছবিতে আমার সঙ্গে আরও আছেন রিয়াজ ভাই ও বাপ্পী। তাদের সঙ্গে এখানে কাজ করতে ভালোই লাগবে।
সুইটহার্ট ছবিতে বিশেষ একটি দৃশ্যে অভিনয় করছেন শম্পা রেজা। অন্যদিকে মিম তন্ময় তানসেনের পদ্ম পাতার জল ছবির বেশকিছু অংশের কাজ শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে ইমনকে।

Previous articleযে কোন উপায়ে নাশকতা দমন করুন: প্রধানমন্ত্রী
Next articleযতদিন বাঁচবো দেশবাসীর সঙ্গেই থাকবো: খালেদা জিয়া