Home আঞ্চলিক সুনামগঞ্জের টাংগুয়ার হাওরে নৌকা ডুবিতে নিখুজ ৩

সুনামগঞ্জের টাংগুয়ার হাওরে নৌকা ডুবিতে নিখুজ ৩

745
0

কে এম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুররে টাংগুয়ার হাওরে নৌকা ডুবিতে তিন ব্যক্তি নিখুজঁ রয়েছে। ঘটনাটি ঘটে সোমবার সন্ধা ৭টায় টাংগুয়ার হাওরের হাতির গাতা এলাকায়। স্থানীয় ও পুলিশ জানায়, মধ্যনগর বাজার থেকে মিষ্টির দোকান নিয়ে তাহিরপুর উপজেলার লামাগাও শিববাড়ী মেলায় যাওয়ার পথে ঝড়ের কবলের পড়ে ৩ জন নিখুজঁ হয়। নিখূঁজদের মধ্যে তাহিরপুর উপজেলার রতনপুর গ্রামের মৃত মরম আলীর পুত্র হযরত আলী (২৭), বাগলী গ্রাামের মৃত আব্দুর রশিদের পুত্র ফজল মিয়া (৫০) এবং লাকমা গ্রামের নুর ইসলামের পুত্র জাকির হোসেন (২৫)। এ সময় নৌকার মাঝি ও সহকারী সাতরিয়ে পাড়ে উঠতে সক্ষম হয়। স্থানীয়দের সহযোগিতায় নৌকার মাঝি ও সহকারীকে মঙ্গলবার সকালে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে তাহিরপুর থানার এসআই তপন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখুঁজ তিনজনকে উদ্ধারের জন্য ডুবুরীরা প্রচেষ্টা চালাচ্ছেন।

Previous articleভারত সফরে তিস্তা চুক্তি পরেও হতে পারে: ওবায়দুল কাদের
Next articleসুনামগঞ্জে একের পর এক হাওর তলিয়ে যাচ্ছে