Home আঞ্চলিক সুনামগঞ্জের বড়কাংলার হাওর জলমহালে মাছের পোনা অবমুক্ত

সুনামগঞ্জের বড়কাংলার হাওর জলমহালে মাছের পোনা অবমুক্ত

1029
0

নাইম তালুকদার, দঃ সুনামগঞ্জ প্রতিনিধি: হাওরাঞ্চলে মৎস চাষ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুনামগঞ্জের বড়কাংলার হাওর জলমহালে ২৭০ কেজি রুই জাতীয় মাছের পোণা অবমুক্ত করা হয়েছে৷ মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা সিনিয়র মত্স্য অফিসের উদ্যোগে পোণা মাছ অবমুক্ত করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ৷

এ সময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম, জেলা মত্স্য অফিসার মোঃ সুলতান আহমদ, সদর উপজেলা সিনিয়র মত্স্য অফিসার সীমা রানী বিশ্বাস, শান্তিগঞ্জ হ্যাচারী অফিসার অশোক কুমার দাস,উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন টিপু, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ রশিদ আহমদ,মতিন মিয়া, জেলা মত্স্য অফিসের একাউনটেন্ট অরুন কান্তি দে, উপজেলা মত্স্য অফিসের ফিল্ড এসিসটেন্ট মোঃ আবু এরফান ও সালেহ আহমদ প্রমুখ৷ যার আনুমানিক মূল্যে এক লাখ টাকা৷

সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুল রহমান মিছবাহ বলেন, মত্স্য ভান্ডারের জেলা সুনামগঞ্জের বিভিন্ন হাওরে যেভাবে পোণা মাছ অবমুক্ত করা হচ্ছে তাতে আবারো সুনামগঞ্জ মত্স্য সমৃদ্ধ জেলায় পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন৷

Previous articleকরদাতার সংখ্যা ৪০ লাখে উন্নীত হবে: অর্থমন্ত্রী
Next articleমক্কায় ক্রেন দুর্ঘটনা; প্রত্যেক পরিবার প্রায় ৬২ লাখ টাকা করে পাবে