Home আঞ্চলিক সুনামগঞ্জের ৮ উপজেলার নবনির্বাচিতদের গেজেট প্রকাশ

সুনামগঞ্জের ৮ উপজেলার নবনির্বাচিতদের গেজেট প্রকাশ

541
0

স্টাফ রিপোর্টার: ১০ মার্চ অনুষ্ঠিত প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২১ মার্চ বৃহষ্পতিবার নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটে সুনামগঞ্জ জেলায় অনুষ্টিত ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলার বিজয়ী প্রার্থীতের তালিকা প্রকাশ করা হয়েছে। কয়েকটি কেন্দ্রে গোলযোগ ও ভোটগ্রহণ স্থগিত থাকায় শাল্লা উপজেলা নির্বাচনের গেজেট প্রকাশিত হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গেজেট প্রকাশের এক মাসের মধ্যেই শপথ নিবেন বিজয়ী প্রার্থীরা।

জেলা রিটার্নিং কর্মকতা মোহাম্মদ শরীফুল ইসলাম স্বাক্ষরিত গেজেটে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা রয়েছে। তবে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী প্রার্থীর নাম নেই। একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় ফলাফল স্থগিতের কারণে গেজেটে মহিলা ভাইস চেয়ারম্যানের নাম প্রকাশ হয়নি।
গেজেটে চেয়ারম্যান হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলায় খায়রুল হুদা চপল, তাহিরপুরে বাবুল চৌধুরী, ছাতকে ফজলুর রহমান, দোয়ারাবাজারে ডা. আব্দুর রহিম, বিশ্বম্ভরপুরে সফর উদ্দিন, দিরাইয়ে মঞ্জুরুল আলম চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জে ফারুক আহমেদ, ধর্মপাশায় মোজাম্মেল হোসেন রোকনসহ পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের নাম রয়েছে।

Previous articleএবার সড়কে পিতা-পুত্রের লাশ
Next articleবাস নয়, মোটরসাইকেলে ব্যস্ত ট্রাফিক পুলিশ!