Home বিভাগীয় সংবাদ সুনামগঞ্জে ট্রাকচাপায় মহিলা’সহ নিহত ৪

সুনামগঞ্জে ট্রাকচাপায় মহিলা’সহ নিহত ৪

457
0

সুনামগঞ্জের ছাতকে ট্রাকের চাপায় চার অটোরিক্সা যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো একজন। বুধবার সকাল ৮টায় ছাতক-সিলেট সড়কের হাসনাবাজ এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। আহত যাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

ছাতক উপজেলার স্থানীয় কালারুকা ইউপি চেয়ারম্যান নজরুল হক ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, সকালে গোবিন্দগঞ্জ থেকে চার যাত্রী নিয়ে একটি অটোরিক্সা উপজেলার ছাতকের উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল ৮টার দিকে হাসনাবাজ এলাকায় পৌঁছার পর পিছন দিক থেকে একটি ট্রাক অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে অটোরিক্সার চালক সহ পাঁচজন দুর্ঘটনার শিকার হন। এদের মধ্যে চার জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ছাতক থানার ওসি আশিক সুজা মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Previous articleলাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক
Next articleনিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী