Home আঞ্চলিক সুনামগঞ্জে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ ও অবরোধ করেছে ক্ষতিগ্রস্থ কৃষকরা

সুনামগঞ্জে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ ও অবরোধ করেছে ক্ষতিগ্রস্থ কৃষকরা

396
0

কে এম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে টলাখালী বাঁধে বিএডিসি’র অসম্পূর্ন সুইচ গেইটে কাজ না করে হাওরে ফসলের ক্ষতি করে এবং ঠিকাদারের মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাস্তা অবরোধ ও বিক্ষোভে করেছে কৃষকরা। রবিবার সকাল সাড়ে ১১টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের নীলপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ জানায়, দেখার হাওরের টলাখালী বাঁধে বিএডিসি’র অসম্পূর্ন সুইচ গেইট দিয়ে পানি প্রবেশ করে ফসল তলিয়ে যায়। এ সময় এলাকাবাসী সুইচ গেইটের পাথর ও বালি দিয়ে বাধঁ রক্ষার প্রানান্ত চেষ্টা করে। বালি ও পাথর চুরির অভিযোগ এনে বিএডিসি’র ঠিকাদার মনির হোসেনের প্রতিনিধি আলেক মিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সদর থানার এসআই মাহবুবুর রহমান সরজমিন তদন্ত করতে গিয়ে ঘটনার সত্যতা পায়নি বলে নিশ্চিত করেন। পুলিশের উপস্থিতি দেখেই ক্ষতিগ্রস্থ জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেঠে পড়ে। ঘন্টা ব্যাপী অবরোধে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঠিকাদারের পক্ষালম্বন করে এক লন্ডন প্রবাসী উত্তেজিত গ্রামবাসীকে গালমন্দ করায় তাকে গণপিটুনি দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সদর থানার ওসি মো: সহিদুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে কোন পদক্ষেপ নিবেন না বলে আশ্বস্থ করলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে জনতা।

Previous articleসুনামগঞ্জের শাল্লায় কৃষকের চোখের সামনে তলিয়ে যাচ্ছে সোনালি ফসল
Next articleআওয়ামীলীগের সঙ্গে মিলেমিশে দেশ চালাবেন এরশাদ