Home আঞ্চলিক সুনামগঞ্জ চেম্বর অব কমার্সের ২৩তম সাধারণ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ চেম্বর অব কমার্সের ২৩তম সাধারণ সভা অনুষ্ঠিত

380
0

সুনামগঞ্জ: সুনামগঞ্জ চেম্বর অব কমার্সের ২৩তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সুনামগঞ্জ প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ, সাধারণ পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সিনিয়র সহসভাপতি আমিনুল হক, সহসভাপতি সজীব রঞ্জন দাশ, মো. নূরুল ইসলাম, পরিচালক খন্দকার মঞ্জুর আহমদ, অমল কান্তি কর, খসরুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে ২০১৫-২০১৬ অর্থবছরের সম্ভাব্য বাজেট নিয়েও আলোচনা করা হয় এবং চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, বার্ষিক প্রতিবেদন, বার্ষিক আয়-ব্যয়ের হিসাব, অডিট প্রতিবেদন পাঠ করা হয়।

Previous articleজোহা নিখোঁজের কোনো তথ্য পুলিশের কাছে নেই: আইজিপি
Next articleখালেদা-তারেককে প্রধান দুই পদে অনুমোদন