দিরাই প্রতিনিধিঃ বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএর) সুনামগঞ্জ জেলার নতুন কমিটি গঠিত হয়েছে। রবিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের ট্রেনিং সেন্টারে টিএমএর সাবেক সভাপতি ডাঃ হারিছ উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ডাঃ হারুন-অর-রশীদ কে সভাপতি ও ডাঃ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট (২০১৫-১৮) সালের কার্যনির্বাহী নতুন কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ডাঃ আ.ন.ম.সিরাজুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক ডাঃ বেলায়েত হোসেন,অর্থ সম্পাদক ডাঃ ফারুকুল ইসলাম, দপ্তর সম্পাদক ডাঃ শফিকুল ইসলাম,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ডাঃ ফয়েজ আহমদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাঃ আজাদ মিয়া,তথ্য ও গবেষণা সম্পাদক ডাঃ মোশাররফ মিয়া,মহিলা সম্পাদক ডাঃ সাজেদা আক্তার প্রমূখ।