ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সুপ্রিম কোর্ট থেকে সরকারের প্রতি নির্দেশনা এসেছে সহিংসা বন্ধ ও সময়মত পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য। এখন আমরা সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশের দিকে তাকিয়ে আছি। এখন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিবেন আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠি আয়েজিত চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, বিএনপির সহিংসতা, নাশকতা তাদের গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করে ফেলেছে। এতে করে তাদের নেতাকর্মীরা আর সরব নেই এবং তাদের কোনো বিক্ষোভ কর্মসূচি নেই। বিএনপির ধ্বংসাত্মক কর্মকা-ের কারণে তারা তাদের আন্দোলনের অবিশিষ্ট ন্যায্যতাটুকু হারিয়ে ফেলেছে।