ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুবিধাজনক সময়ে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাবেন বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। আজ দুপুরে রাজধানী নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। খালেদা জিয়া ও তারেক রহমানের সৌদি আরব সফর নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সত্য নয় মন্তব্য করে বিএপির এই মুখপাত্র বলেন, তারেক রহমান সৌদি আরবের ভিসা পাননি বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার কোন বাস্তবভিত্তি নেই। কারণ তারেক রহমান সৌদি আরবের ভিসা পেয়েছেন এবং খালেদা জিয়াকে সৌদি বাদশাহ ওমরা পালনের জন্য প্রতিবারের ন্যায় এবারও আমন্ত্রণ জানিয়েছেন। তবে তিনি কেন জাননি সেটা তার ব্যক্তিগত বিষয়, এটা রাজনৈতিক বিষয় নয়।
ড. রিপন বলেন, আমি ধরে নিচ্ছি বিএনপির শীর্ষ নেতারা মিথ্যা মামলায় কারাগারে আছেন ও বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছেন। ফলে দলের শীর্ষ নেতাদের এই অবস্থা দেখে হয়তো চেয়ারপারসন ভাল নেই। জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রিপন বলেন, প্রধানমন্ত্রী যেভাবেই তথ্য পেয়ে থাকুক না কেন, এই তথ্যর সঙ্গে বাস্তবতা ও সত্যের কোন মিল নেই। বরং জিয়াউর রহমানের জন্যই শেখ হাসিনা বাংলাদেশে এসেছেন। কিন্তু এই কথা তারা স্বীকার করবেন না। কারণ আওয়ামী লীগের কৃতজ্ঞতাবোধ বলে কিছু নেই। সংবাদ সম্মেলনে বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।