ঢাকা: আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, সেনাবাহিনী আর কোনোদিন অবৈধভাবে ক্ষমতা নেয়ার সাহস পাবে না।
সোমবার সংসদে প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ভাবছেন, তৃতীয় কোনো শক্তি এসে উনাকে ক্ষমতায় বসিয়ে দিবেন। কিন্তু সেই দিন আর নেই। সেনাবাহিনী আর কোনোদিন ক্ষমতা নেয়ার সাহস পাবে না। কারণ অবৈধভাবে কেউ ক্ষমতা গ্রহণ করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড।
বিরোধী জোটের হরতাল-অবরোধের তীব্র সমালোচনা করে শেখ সেলিম বলেন, খালেদা জিয়া এখন জঙ্গিদের নেত্রী।