সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৪ জনের মৃত্যু

0
456

নওগাঁ সদর উপজেলার গোয়ালি গ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- গৃহকর্তা মো. তয়জদ্দিনের ছেলে ইমতিয়াজ উদ্দিন (২২), আক্তার হোসেনের ছেলে রতন মিয়া (৩০), মনির আকন্দের ছেলে বাবু আকন্দ (২৮) ও নবরদীর ছেলে মো. দিলবর (৩৭)। তাদের সবার বাড়ি গোয়ালিয়া গ্রামে।

মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নওগাঁ সদর থানা ওসি জাকিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ট্যাংকের ঢালাইয়ের শাটার খুলতে এক শ্রমিক সকালে ভেতরে নামেন। তিনি উঠে না আসায় তাকে উদ্ধারে একে একে বাকিরাও নেমে গ্যাসের ক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। ওসি আরো জানান, নিহতদের মধ্যে একজন নির্মাণ শ্রমিক, গৃহকর্তা তয়েজের এক ছেলে ও তাদের দুই প্রতিবেশী রয়েছেন।