Home রাজনীতি সেলিমা রহমানের গাড়িবহরে ছাত্রলীগের হামলা

সেলিমা রহমানের গাড়িবহরে ছাত্রলীগের হামলা

392
0

Selina Rahman 01
বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের গাড়িবহরে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে তিনটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত ও বিএনপি’র পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। রোববার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বরিশাল জেলা (উত্তর) বিএনপি’র দফতর সম্পাদক নূরুল আলম রাজ জানান, মুলাদীতে বিএনপি’র বৈঠকে যোগ দিতে সেলিমা রহমান সড়ক পথে মুলাদীতে আসেন। পথে ডিগ্রি কলেজের কাছাকাছি আসলে কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জুয়েলের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল তাদের গাড়িবহরে হামলা চালায়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আলাউদ্দিন মিয়া হামলার বিষয়টি অস্বীকার করে জানান, হামলার কোনো ঘটনা ঘটেনি। এ হামলার ঘটনায় বরিশাল জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল, সাধারণ সম্পাদক এবায়দুল হক হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Previous articleনওয়াব আলী চৌধুরী পুরস্কার পেলেন ইসলামী ব্যাংকের এমডি
Next articleআন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা: আটক ৩