Home বিভাগীয় সংবাদ সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেল আ. লীগ

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেল আ. লীগ

967
0

Logo A Ligue 01
ঢাকা: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবারের সমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ। রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (রমনা) আবদুল বাতেন শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দেয়ায় ঢাকা মহানগরীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল ডিএমপি। এই অনুমতির মধ্যদিয়ে সমাবেশের ব্যাপারে ডিএমপি তাদের অবস্থান শিথিল করছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিএনপির অভিযোগ তাদের সমাবেশের অনুমতি দেয়া হচ্ছে না।
এর আগে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছিলেন, অনুমতি নিয়েই তারা সমাবেশ করবেন।

Previous articleনির্বাচন ও সংলাপের আহবান ছাড়া অবরোধ অবসান হবে না: খালেদা
Next articleঢাকাসহ ১৪ জেলায় সোমবার হরতাল