Home প্রবাস সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত

779
0

ঢাকা: সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ৩ বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২৭ জন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ১শ ৯০ কি.মি দূরে মাজমা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তারা সবাই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। কাজ শেষে আবাসস্থলে ফিরে যাবার পথে তাদের বহনকারী ট্রাকের সামনের চাকা আকস্মিকভাবে বিস্ফোরিত হয়ে একটি সেতুর রেলিং ভেঙ্গে ট্রাকটি নীচে পড়ে যায়।

হতাহতদের উদ্ধার করে মাজমা কিং খালেদ জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে মৃত ঘোষণা করেন।  নিহতদের বেশীর ভাগ বাংলাদেশী বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

Previous articleমুসলিমদের হৃদয়স্পন্দন মসজিদুল আকসা
Next articleইস্পাত কঠিন মনোবল নিয়ে যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে হবে: শিবির সভাপতি