Home প্রবাস সৌদি আরবে আগুনে পুড়ে ৪ বাংলাদেশী নিহত

সৌদি আরবে আগুনে পুড়ে ৪ বাংলাদেশী নিহত

894
0

Nihoto
নিউজ ডেস্ক: সৌদি আরবের দাম্মামে আগুনে পুড়ে চার বাংলাদেশীর মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন- মির রহমান বাবা বদিউর রহমান, ফেনী দাগন ভূঁইয়া, আবু মুসা বাবার নাম জানা যায়নি, কুমিল্লা চান্দিনা, আবু মোল্লা, বাবা লোকমান, চাদপুর, জিয়াউর রহমান, বাবা আবুল কালাম, নাঙলকোট, কুমিল্লা।
দূতাবাস সূত্র জানায়, স্থানীয় সময় সকালে দাম্মামের দাল্লা পানাইয়া নামক একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ফ্যাক্টরিতে ৪ বাংলাদেশিসহ আরো বেশ কয়েকজন কর্মচারী কাজ করছিলেন।

Previous articleগোয়াইনঘাটে বাবাকে হত্যার করে থানায় আত্মসমর্পন
Next articleআমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে: মান্না