
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তিস্তার চর তালপট্টির একটি বাঁশ বাগানে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে সেখান থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আবুজার ও নাজির হোসেনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, স্থানীয় আনন্দ স্কুলের ছাত্রী শাহিনা খাতুনকে (১৪) দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের সামছুল আলমের ছেলে আবুজার রহমান। প্রস্তাবে রাজি না হওয়ায় শাহিনার মা-বাবার অনুপস্থিতিতে বৃহস্পতিবার রাতে আবুজার একই এলাকার মতিয়ার রহমানের ছেলে নজির হোসেনকে নিয়ে এসে তাকে মুখে ওড়না পেঁচিয়ে পাশের একটি বাঁশ বাগানে নিয়ে যায়। এরপর দু’জন মিলে শাহিনাকে ধর্ষণ করে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করে।