Home আন্তর্জাতিক স্কুল-কলেজে কোরআন পাঠ বাধ্যতামূলক করে বিল পাস

স্কুল-কলেজে কোরআন পাঠ বাধ্যতামূলক করে বিল পাস

1487
0

আমার বাংলা ডেস্ক: প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোরআন পাঠ বাধ্যতামূলক৷ এই মর্মে জাতীয় আইনসভায় বিল পাস হল পাকিস্তানে৷

এতে বলা হয়েছে, প্রত্যেক মুসলিম পড়ুয়াকে আবশ্যিক বিষয় হিসেবে কোরান পাঠ করতেই হবে৷ বিলটি প্রেসিডেন্ট মামনুন হুসেনের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে৷ এরপরেই সেটি আইনে রূপান্তরিত হবে৷ এই আইন একমাত্র মুসলিম পড়ুয়াদের জন্যই প্রযোজ্য হবে৷

‘কম্পুলসারি টিচিং অফ দি হলি কোরআন বিল ২০১৭’ বিলে বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের আরবি লিপিতে উর্দু অনুবাদের কোরান পাঠ করতে হবে৷

ইসলাম পাকিস্তানের রাষ্ট্রীয় ধর্ম৷ দেশটিতে ধর্ম অবমাননা আইন জারি রয়েছে৷ বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে, আইনটির অপপ্রয়োগ হয়৷ তার জেরে বিপদে পড়েন পাকিস্তানি সংখ্যালঘু ধর্মাবলম্বী জনসাধারণ৷

Previous articleগ্রীন অলইতলী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ
Next articleমাদরাসার ছাত্র-শিক্ষকরা জঙ্গি হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী