খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়িতে মিলন বিকাশ চাকমা (৭০) নামে এক শিক্ষককে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে এক দুবৃত্ত। এসময় ছুরিকাঘাতে আহত হন তার স্ত্রী নিরলতা চাকমা (৬০)। আহত নিরলতা চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার মাইসছড়ির পূর্ব ক্যাংঘাটের কালোপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিলন বিকাশ চাকমা নানিয়ারচর উপজেলার নিন্ম ক্যাঙালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
নিহতের স্ত্রী নিরলতা চাকমা জানান, বুধবার রাতে আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ স্বামীর গোঙানির শব্দ শুনে উঠে দেখি এক ব্যক্তি টর্চলাইট জ্বালিয়ে আমার স্বামীর গলা কাটছে। এসময় আমি চিৎকার দিতে গেলে ওই দুর্বৃত্ত আমারও গলায় ছুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আমাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেমায়ূন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।