Home অর্থনীতি প্রস্তাবিত ভ্যাট হার কিছুটা বিবেচনা করা হবে: অর্থমন্ত্রী

প্রস্তাবিত ভ্যাট হার কিছুটা বিবেচনা করা হবে: অর্থমন্ত্রী

449
0

বিশেষ প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ১ জুলাই থেকে নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন কার্যকর হবে। ভ্যাট আইন নিয়ে অনেক কথা হয়েছে। নতুন আইনে ভ্যাট হার ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তবে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত ভ্যাট হার কিছুটা বিবেচনা করা হবে। রোববার সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (ডিসিসিআই) ও বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) পৃথক পৃথক দুটি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ১ জুলাই নতুন ভ্যাট আইন কার্যকর হবে। তবে ভ্যাট হার ১৫ শতাংশ হবে না এর চেয়ে কমানো হবে। আগামী ২৫ অথবা ২৬ তারিখের বৈঠকে নতুন ভ্যাট হার চূড়ান্ত হবে।

ভ্যাট হার কমাতে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি তো অনেক বিষয়েই পরামর্শ দেন। তবে ভ্যাট হার কমানোর বিষয়ে কোনো পরামর্শ দেননি।’

এ সময় অর্থমন্ত্রী সম্প্রতি জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বার্ষিক বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন।

Previous articleএকদলীয় নির্বাচন করতে দেওয়া হবে না: ব্যারিস্টার মওদুদ
Next articleজাগপা সভাপতি শফিউল আলম প্রধানের মৃত্যুতে গোলাপ মিয়া শোকাহত