নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের জান্নাতুল ফেরদৌস জেনি হত্যা মামলায় নিহতের স্বামী বদরুল আলম বাদশার ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রায়ে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। সোমবার সকালে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক লুৎফা বেগম এ রায় দেন।
বাদশা নারায়ণগঞ্জ শহরের নলুয়া রোডের বজলুর রহমান ওরফে কাজল মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১০ সালের ২৯ জানুয়ারি যৌতুকের জন্য স্ত্রী জান্নাতুল ফেরদৌস জেনিকে শ্বাসরোধে হত্যা করে স্বামী বাদশা।
এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সাক্ষীপ্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেয়। মামলায় গ্রেপ্তারের পর বাদশা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। তারপর থেকেই পলাতক রয়েছেন তিনি।