Home জাতীয় স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চান জাতিসংঘ মহাসচিব

স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চান জাতিসংঘ মহাসচিব

461
0

Ban Ki Mun
ঢাকা: বাংলাদেশে গত কয়েক সপ্তাহে সহিংসতা কমে যাওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। একই সঙ্গে ২৮ এপ্রিল অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী দলের অংশ নেওয়ার সিদ্ধান্তে তিনি আশান্বিত হয়েছেন। নির্বাচন যাতে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মহাসচিবের পক্ষে তাঁর মুখপাত্র এ কথা জানিয়েছেন। শুক্রবার সংস্থার ওয়েবসাইটে ‘নোটস টু করেসপন্ডেন্টস অন বাংলাদেশ’ শিরোনামে তিনি এসব কথা বলেন। এতে মহাসচিব বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যেসব প্রশ্ন উঠছে, সে প্রসঙ্গে নিজের বক্তব্য জানিয়েছেন।
জাতিসংঘের মহাসচিব আশা করেন, দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো নিজেদের বিভেদ দূর করার পথ দ্রুতই খুঁজে বের করবে। এ ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন জোগাতে জাতিসংঘ পুরোপুরি অঙ্গীকারবদ্ধ।

Previous articleখালেদা জিয়াকে শাস্তির আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
Next articleসরকার পরিবর্তন হলেও শিক্ষা ব্যাহত হবে না: প্রধানমন্ত্রী