Home রাজনীতি স্বস্তির ঈদ যাত্রায় প্রস্তুত সড়ক-মহাসড়ক: ওবায়দুল কাদের

স্বস্তির ঈদ যাত্রায় প্রস্তুত সড়ক-মহাসড়ক: ওবায়দুল কাদের

766
0

ঢাকা: স্বস্তির ঈদযাত্রায় প্রস্তুত সড়ক-সহাসড়ক, মহাসড়কে ব্যাটারি চালিত যান চলতে পারবে না, উল্টো পথে কোনো চলবে না, ঈদের আগের তিনদিন ভারি যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকাল সাড়ে ১১টায় ঈদ যাত্রার প্রস্তুতি নিয়ে রাজধানীর এলেনবাড়িতে পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

Previous articleএই বাজেটে বেকারত্বের সমাধান হবে না: মান্না
Next articleটার্গেট কি এমপি ইয়াহইয়া চৌধুরী?