Home জাতীয় স্বামীর সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে সালাহ উদ্দিনের স্ত্রীর আবেদন

স্বামীর সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে সালাহ উদ্দিনের স্ত্রীর আবেদন

693
0

Salah Uddin
ঢাকা: বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ২০ দলীয় জোটের মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদের সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি এ আবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন। কার্যালয়ের ৪ নং গেটে সন্ধানের আবেদনটি জমা দেয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী আব্দুল হামিদ আবেদনটি গ্রহণ করেন বলে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ জানিয়েছেন।

হাসিনা আহমেদ বলেন, আমি আশা করি প্রধানমন্ত্রী আমার অনুভূতি বুঝবেন। আমার স্বামী সালাহ উদ্দিনকে খুঁজে বের করবেন।

তার অনুভূতি জানাতে ও স্বামীর খোঁজ পেতে তিনি আবেদনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছেন বলেও জানান তিনি।

Previous articleসালাহ উদ্দিনকে নিয়ে বিএনপি নাটক শুরু করেছে: হাসান মাহমুদ
Next articleঈদ-বর্ষার আগেই রাস্তা, নইলে ব্যবস্থা: সেতুমন্ত্রী