Home জাতীয় স্বৈরতন্ত্র কেউ এখানে চিরস্থায়ী করতে পারবে না: ড. কামাল

স্বৈরতন্ত্র কেউ এখানে চিরস্থায়ী করতে পারবে না: ড. কামাল

540
0

আইনের শাসন ও গণতন্ত্র শীর্ষক আলোচনায় অন্যাতম সংবিধান প্রণেতা ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, স্বৈরতন্ত্র কেউ এখানে চিরস্থায়ী করতে পারবে না। নির্বাচন সুষ্ঠ হতে হবে। আসুন দলমত নির্বিশেষে একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ হই। এবং আমরা পাহারা দেই। বাইরের জগৎ থেকে সুষ্ঠু নির্বাচনের কথা বলছে।

তিনি বলেন, আসুন দলমত নির্বিশেষে একটা দুর্বার আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হই। আমাদের সাহসী হতে হবে। দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, গণতন্ত্র ও জবাবদিহিতা যদি না থাকে সুশাসন, আইনের শাসন থাকবে না। জবাদিহিতা যদি না থাকে, পাইকারিভাবে চুরিচামারি হয়, তাহলে জনগণের পক্ষে আমাদের প্রহরির ভূমিকা পালন করতে হবে।

ড. কামাল হোসেন বলেন, আইনজীবীরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। তাতে আমরা সফল হয়েছি। তিনি বলেন, জেলায় জেলায় আইনজীবী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আমি আশাবাদী জনগণ ঐক্যবদ্ধ আন্দোলন করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পাবে।

আজ শুক্রবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে শামসুল হক চৌধুরী হলে অনুষ্ঠিত আলোচনা সভার সঞ্চালনা করেন সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন। এতে বক্তব্য রাখেন, প্রবীণ আইনবিদ খন্দকার মাহবুব হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ড. মাহফুজউল্লাহ, নাগরিক ঐকের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ড. আসিফ নজরুল, আইনজীবী সুব্রত চৌধুরী প্রমুখ।

Previous articleনীল নকশা বাস্তবায়নে সরকার ইসিকে ব্যবহার করছে: আমীর খসরু
Next articleঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরু