আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্র প্যারাগুয়েতে সৎ বাবা কর্তৃক ধর্ষণের শিকার ১১ বছরের এক শিশু কন্যা সন্তান জন্ম দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেশটির অসুনসিয়ন শহরে এ সন্তান জন্ম দেয় সে। খবর সিএনএনের। অসুনসিয়নের রেডক্রসের পরিচালক মারিও ভিল্লালবা এ সন্তান জন্মদানের বিষয়টি নিশ্চিত করেছেন। সমস্যা না দেখা দেয় তবে আগামী ৩ দিনের মধ্যে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।
এদিকে চলতি বছরের মে মাসে এ ১১ বছরের শিশুর গর্ভবতী হওয়ার বিষয়টি আলোচনায় আসে। মেয়েটির গর্ভবতী হওয়ার বিষয়টি যখন জানাজানি হয় তখন তার গর্ভধারণের বয়স ২২ সপ্তাহে গড়ায়। প্যারাগুয়ের সাধারণ মানুষ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর কর্তৃপক্ষ এ ঘটনায় ধর্ষিতার মাকে আটক করে। তার বয়স ৩২ বছর। ধর্ষিতার অভিয়োগ অস্বীকার ও স্বামীকে কুকর্মে সহযোগিতা করার অভিযোগে তাকে আটক করা হয়। প্যারাগুয়ের পুলিশ ধর্ষিতার সৎবাবা গিলবার্তো বেনিতেজকেও আটক করেছে পুলিশ। তার বয়স ৪২ বছর। তবে বেনিতেজ এ অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি ডিএনএ পরীক্ষা করার কথা বলেছেন।
জুনে আটকের পর ধর্ষিতার মাকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে এখনও তার বিরুদ্ধে চার্জশিট রয়েছে।
মেয়েটির গর্ভবর্তী হওয়ার বিষয়টি যখন জানাজানি হয়। তখন তার মা গর্ভপাত করাতে চেয়েছিল। কিন্তু অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার গ্রুপের তৎপরতায় গর্ভপাত করা থেকে বিরত থাকতে হয়। তাছাড়া প্যারাগুয়ের আইন মতে, গর্ভপাত করানো দণ্ডনীয় অপরাধ।
জাতিসংঘের তথ্য মতে, বিশ্বের উন্নয়নশীল দেশসমূহে প্রতি বছর ২০ লক্ষের মতো শিশু ১৪ বছরের আগে গর্ভবর্তী হচ্ছে। যাদের মধ্যে ৭০ হাজার গর্ভপাত করাতে গিয়ে মারা যাচ্ছে।
প্রসঙ্গত, প্যারাগুয়েতে গত বছরে ১০-১৪ বছর বয়সী ৬৮৪ শিশু যৌনহয়রানির শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সূত্র।