Home জাতীয় হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের মুখোমুখি করব

হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের মুখোমুখি করব

401
0

50056_joy
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, যারা তার ক্ষতির চেষ্টা করেছে তাদের হদিশ বের করে বিচারের মুখোমুখি করবেন তিনি। রোববার রাতে ফেইসবুকে তিনি লিখেছেন, আমাকে যখন কেউ হত্যার চেষ্টা করছে, সেটিও তখন আমি খুবই ব্যক্তিগত ব্যাপার হিসেবে নিচ্ছি। যারা এর জন্য দায়ী, তারা বিএনপির যতো উচ্চ পর্যায়ের নেতৃত্বই হোক না কেন, আমি তাদের হদিশ বের করে বিচারের মুখোমুখি করবো। যে দল নিরীহ মানুষ ও শিশুকে জ্যান্ত পুড়িয়ে মারে, তাদের কাছ থেকে আর কী আশা করা যায়?
সুশীল সমাজের সমালোচনা করে জয় বলেন, বিএনপি অপহরণ ও হত্যা করতে পারে, তারপরও তারা কখনই বিএনপিকে সরাসরি দায়ী করে কিছু বলবে না। তারা সবসময় দুই দলকে দোষী করবে। আমাকে হত্যা করার জন্য বিএনপির এই প্রচেষ্টার সপক্ষে তারা কোন যুক্তি তুলে ধরবে এখন?

Previous articleজয়কে অপহরণ চেষ্টাকারীদের বিচার হবে: সুরঞ্জিত
Next articleকামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানি ১ এপ্রিল