Home বিভাগীয় সংবাদ হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

667
0

হবিগঞ্জে: হবিগঞ্জে জেলার বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতরা পিকআপভ্যানের চালক ও হেলপার।

হবিগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐবাজার এলাকায় একটি ট্রাক দাঁড়ানো ছিল। এ সময় ঢাকা থেকে সিলেটগামী একটি পিকআপভ্যান পিছন থেকে ধাক্কা দেয়। এতে ওই পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ও এর চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Previous articleবাংলাদেশে আন্ডার গ্রাউন্ড রেল লাইন চালু হবে: মহা পরিচালক শেখ ইউসুফ হারুন
Next articleবুথ থেকে অবৈধ ভাবে টাকা তোলার সময় চীনা নাগরিক আটক