হবিগঞ্জে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ নেতাকর্মী আহত হয়েছে। সংঘর্ষের সময় উত্তেজিত নেতাকর্মীরা ৪টি গাড়ি ভাঙচুর করে। স্থানীয় সূত্রে জানা যায়, হরতাল ও অবরোধের সমর্থনে বুধবার সকাল ১১টার দিকে শহরের পৌদ্দারবাড়ি এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিমের নেতৃত্বে দলীয় কর্মীরা বিক্ষোভ মিছিল করে।
এসময় সদর থানা পুলিশ তাদেরকে ধাওয়া করেলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উত্তেজিত নেতাকর্মীরা ৪টি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, বিএনপির কর্মীরা রাস্তায় গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়।