Home আঞ্চলিক হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

324
0

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও আরো ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, উপজেলার সাহাপুরে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাস ও সিলেট থেকে ঢাকাগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। গুরুতর আহত অবস্থায় ৭ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরেক জন মারা যায়।

তিনি আরো জানান, নিহতদের লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে দুর্ঘটনায় আক্রান্ত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

Previous articleশেখ হাসিনার আমলে নির্বাচন মানেই বিরাট ধাপ্পা: রিজভী
Next articleখালেদা জিয়ার জামিন বিষয়ে আপিলের রায় পেছালো