হবিগঞ্জ: হবিগঞ্জের নয়টি থানায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১২টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদুর রহমান মনির বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ৭২ জন ও নিয়মিত মামলার চার আসামি রয়েছে। সোমবার তাদের কারাগারে পাঠানো হবে।