হরতালের আগে বাসে আগুন, বিস্ফোরণ

0
736

Bus Agun 02
পল্টন: বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা হরতালের আগে রাজধানীতে একটি বাসে আগুন দেওয়া হয়েছে, ঘটেছে হাতবোমা বিস্ফোরণের ঘটনাও। প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পল্টন মোড়ের প্রীতম হোটেলের কাছে সড়কে একটি ছয় নম্বর বাস পুড়তে দেখেন তিনি। পরে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেন জানান, দুর্বৃত্তরা ওই এলাকায় একটি বাসে আগুন দেয়। পল্টন থানার ওসি মোরশেদ আলম বলেন, বিকেল ৫টার দিকে বিএনপির প্রধান কার্যালয়ের কিছুটা দূরে গাজী ভবনের সামনের সড়কে একটি হাতবোমা ফাটায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি।
গাজীপুরে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদ এবং গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের নেতাদের মুক্তির দাবিতে বিএনপিরসহ ২০ দলীয় জোট সোমবার এই হরতাল ডেকেছে। ছাত্রলীগের প্রতিরোধের ঘোষণায় ১৪৪ ধারা জারির পর শনিবার গাজীপুরে জনসভা করতে না পেরে জেলায় হরতাল করে বিএনপি ও শরিকরা। একই সঙ্গে সারা দেশে বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়। পরে শনিবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সারা দেশে হরতাল পালনের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।