ঢাকা: সম্মিলিত ইসলামী দলসমূহের আহূত কাল রোববারের হরতালের প্রতি নৈতিক সমর্থন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ সন্ধ্যায় এক বিবৃতিতে হরতালের প্রতি সমর্থন ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে সম্মিলিত ইসলামী দলসমূহ আগামীকাল ২৬ অক্টোবর দেশব্যাপী সকাল-সন্ধ্যা যে হরতাল ডেকেছে তার প্রতি দেশের ধর্মপ্রাণ জনগণের অকুণ্ঠ সমর্থন রয়েছে। ইসলাম বিরোধী লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে দেশের জনগণ ঐক্যবদ্ধ। জনগণ তার দৃষ্টান্তমূলক শাস্তি চায়। সম্মিলিত ইসলামী দলসমূহের আহূত আগামীকাল ২৬ অক্টোবর দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের প্রতি আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নৈতিক সমর্থন দানের কথা ঘোষণা করছি। আমি আশা করি দেশের জনগণ আগামীকাল ২৬ অক্টোবর সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করে লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে চলমান আন্দোলন তীব্র থেকে তীব্রতর করবে।