ঢাকা: হরতাল ও অবরোধের নামে সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মাদ সাইফুর রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
শ্রমিক লীগ নেতাদের দায়ের করা এক রিট আবেদনে পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাড সানজিদা খানম প্রমুখ।