হরতাল কর্মসূচি সফল করতে নির্দেশ খালেদা জিয়ার

0
766

Khaleda 08
ঢাকা: চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন গুলশানের নিজ কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি ডা: নুর জাহান মাহবুব অবরুদ্ধ খালেদা জিয়া সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
নুর জাহান বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ভোটাধিকার ফিরিয়ে আনার দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
এসময় জাতীয়তাবাদী মহিলা দলের অন্যান্যদের মধ্যে মনি বেগম,শামসুন্নাহর, শিরিন জাহান, রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের উপর হামলার প্রতিবাদে আগামীকাল সারাদেশব্যাপী অবরোধের পাশাপাশি ২৪ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।