ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে পূর্বঘোষিত হরতাল কর্মসূচি বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও তা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা বর্ধিত করা হলো। এছাড়া চলমান অবরোধও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সারাদেশে লাগাতার অবরোধের মধ্যে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল চলছে। সারাদেশে রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬ টা পর্যন্ত এ হরতাল আহবান করা হয়। শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই হরতাল ঘোষণা করা হয়।