ঢাকা: কেন্দ্রঘোষিত সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর উত্তরা ও তেজগাঁওয়ে মিছিল ও পিকেটিং করেছে ছাত্রশিবির। ক্রসফায়ারের নামে দলের নেতাকর্মীদের বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে ছাত্রশিবির গত শুক্রবার এ কর্মসূচি ঘোষণা করে।
রোববার সকাল সাড়ে ৮টায় উত্তরার দক্ষিণখানে মিছিল করেছে মহানগরী উত্তরের উত্তরা অঞ্চলের শিবির নেতাকর্মীরা। মিছিলটি দক্ষিণখান থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোডের কাছে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
একই সময়ে তেজগাঁও কলেজ সংলগ্ন ইন্দিরা রোডেও হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের তেজগাঁও অঞ্চলের নেতাকর্মীরা। মহানগরী ফাউন্ডেশন সম্পাদকের নেতৃত্বে মিছিলে স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।