Home জাতীয় হাওরে ক্ষতির পরিমান কে মেপেছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

হাওরে ক্ষতির পরিমান কে মেপেছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

404
0
ফাইল ছবি

ঢাকা: হাওর এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হওয়ায় ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রশ্ন রেখে বলেছেন, হাওরে ক্ষতির পরিমান কে মেপেছে। ২৪ এপ্রিল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকের এক অনির্ধারিত আলোচনায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
বৈঠকে অংশ নেয়া একজন মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনারা বলছেন হাওরে বন্যায় এত মাছ মরেছে, এত ধান নষ্ট হয়েছে। কিন্তু এই পরিমাণ কে মেপেছে? কীসের ভিত্তিতে এ ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হল?’
অন্যদিকে হাওর এলাকায় বন্যাদুর্গতদের সরকার যে ত্রাণ দিচ্ছে তা ফলাও করে প্রচারের ব্যবস্থা করা করার জন্যও প্রধানমন্ত্রী নির্দেশ দেন বলে জানান ঐ মন্ত্রী। ওই মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ দিচ্ছে সরকার। আর সরকারের এ ত্রাণ কার্যক্রম যেন মিডিয়ায় ফলাও করে প্রচারের ব্যবস্থা করা হয়। যাতে জনগণ জানতে পারে দুর্গত মানুষের পাশে সরকার আছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ত্রাণের যেন কোনো ঘাটতি না হয়। দুর্গত মানুষদের মাঝে যেন পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়। কেউ যেন না খেয়ে থাকে।

Previous articleএক বছরের মধ্যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী: দুদু
Next articleপ্রধানমন্ত্রীর নতুন সহকারী প্রেস সচিব হলেন আশরাফ সিদ্দিকী বিটু