Home শিক্ষা হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২

691
0

Haji Dinesh University
নিউজ ডেস্ক: হল দখলকে কেন্দ্র করে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আরো হয়েছেন আরো অন্তত ২০ জন।
নিহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ও রংপুরের কিশোরগঞ্জ গ্রামের মিল্টন এবং বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও দিনাজপুর সদর উপজেলার বড় গুড়গোলা এলাকার জাকারিয়া। বৃহস্পতিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানান জেলা পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়েল ও সাধারণ সম্পাদক অরুণের সমর্থকদের সাথে ছাত্রলীগের রজ্জবের সমর্থকরা শেখ রাসেল হলের দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। ওই এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে বলে জানান শিক্ষার্থীরা।

Previous articleজগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর আহত
Next articleবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা