Home জাতীয় হামলার পরিণতি হবে ভয়াবহ: খালেদা

হামলার পরিণতি হবে ভয়াবহ: খালেদা

774
0

Khaleda 12
নিউজ ডেস্ক: নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের বাস প্রতীকে ভোট চাইতে গিয়ে রাজধানীর কাওরান বাজারে হামলার শিকার হন তিনি।
হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খালেদা জিয়া বলেন, ‘এ ধরনের হামলার পরণতি হবে খুবই ভয়াবহ। কারা এগুলো করছে আমরা জানি। তাদের গুণ্ডামি দেখে নেয়া হবে।’
তিনি বলেন, ‘যারা এ দেশের মানুষের ভোটের ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। অবৈধ এ সরকার রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গায় চুরি করছে। এ চোরদের জনগণ ভোট দেবে না।’
হামলায় বিএনপি চেয়ারপারসনের গাড়ির (ঢাকা মেট্রো-গ-১৩২৬১২) গ্লাস ভেঙে গেছে। এছাড়া তার নিরাপত্তা টিম-সিএসএফের চারটি গাড়িসহ অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় সিএসএফ সদস্য ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন।

Previous articleকারও উপর হামলা করা হয়নি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
Next articleখালেদা জিয়া নাটক সৃষ্টি করছেন: প্রধানমন্ত্রী