নিউজ ডেস্ক: আ’লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। বিএনপি চাইলে ওই নির্বাচনও বয়কট করতে পারে। সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ইচ্ছে করেই ৫ জানুয়ারির নির্বাচনে আসেনি। নির্বাচন কোনো পিকনিক নয়, যে আপনাকে দাওয়াত দিয়ে আনতে হবে।
অতীতে তারা যেভাবে নির্বাচন কয়কট করেছে একই পথে তারা হাটতে পারে। কিন্তু এবার যদি নির্বাচন বয়কট করে তাহলে আর বিএনপির অস্তিত্ব থাকবে না।
সৈয়দ আশরাফ বলেন, বিএনপি ভেবেছিল আ’লীগকে ফু দিয়ে উড়িয়ে দেয়া যাবে। কিন্তু আ’লীগকে ফু দিয়ে উড়িয়ে দেয়া যায় না।