কাঠমন্ডু: তিস্তা চুক্তি ও সন্ত্রাসবাদ ইস্যুসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের আলোচনার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির বৈঠক। কাঠমন্ডুর স্থানীয় সময় বেলা সাড়ে ৩টা থেকে শুরু হয় ৪টা পর্যন্ত বৈঠক চলে দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানের মধ্যে। আলোচনায় সন্ত্রাসবাদ মোকাবেলা দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানের বিষয়ে ঐকমত্য হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়া অভিন্ন সীমান্তে চোরাচালান বন্ধসহ অমীমাংসীত সীমান্ত ইস্যু সমাধানে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখার বিষয়েও দুই নেতা একমত পোষণ করেন।
আলোচনায় যত তাড়াতাড়ি সম্ভব তিস্তার পানিবণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি করার ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন বলেও জানা গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মোদি বুধবার শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটানের শীর্ষ নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
প্রসঙ্গত, চলতি সার্ক সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য বেশ কিছু চুক্তি সইয়ের কথা ছিল, তা আর হচ্ছে না। তাই নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।