Home বিনোদন হোটেল বিল না মিটিয়েই পালানেন পূজা

হোটেল বিল না মিটিয়েই পালানেন পূজা

1285
0

বিনোদন ডেস্ক: হোটেলের বকেয়া না মিটিয়েই পালালেন কন্নড় অভিনেত্রী পূজা গান্ধী। এর আগেও তিনি বহুবার এমন কাণ্ড করে সমালোচনার মুখে পড়েছিলেন। জানা গেছে, বেঙ্গালুরুর একটি বিলাসবহুল হোটেলের সাড়ে চার লাখ রুপি বকেয়া রেখেই পালিয়ে গেছেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে হোটেল কর্তৃপক্ষ।

ইন্ডিয়া টুডে থেকে জানা যায়, পূজা বেশ কয়েক দিন বেঙ্গালুরুর ওই হোটেলে ছিলেন। হোটেলে বিল বেড়ে গেলে তিনি সবার চোখ এড়িয়ে চুপিসারে হোটেল ত্যাগ করেন। জানা গেছে, ওই অভিনেত্রীর বিরুদ্ধে সমন জারির পরেই প্রথম ধাপে ২ লাখ রুপি বিল মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া পূজা হোটেল ম্যানেজমেন্টকে অনুরোধ করেছিলেন বিলের বাকি অংশ মিটিয়ে দেওয়ার। তবে এজন্য তিনি কিছুদিন সময় চেয়েছেন।

এই প্রথম নয়, এর আগেও আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে এ অভিনেত্রীর বিরুদ্ধে। বলিউড ছবি ‘দুশমনি’ দিয়ে ডেবিউ হয় পূজার। ৩০টির বেশি কন্নড় ছবিতে অভিনয় করেছেন পূজা।

Previous articleবাস নয়, মোটরসাইকেলে ব্যস্ত ট্রাফিক পুলিশ!
Next articleনারীর ওপর পর্নোগ্রাফির কী ধরনের প্রভাব পড়ে?