
মার্কিন সেনাবাহিনী বলছে, বাহিনীর শ’খানেক পুরুষ ও নারী সদস্যের সঙ্গে আলাদা আলাদাভাবে যোগাযোগ করা হচ্ছে এই মুহূর্তে, যাদের নাম পরবর্তী ‘টার্গেট’ হিসেবে একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই ওয়েবসাইটটি কার্যত ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত বলেই মনে হচ্ছে। ‘ইসলামিক স্টেট হ্যাকিং ডিভিশন’ নামে ইতিপূর্বে অপরিচিত এই গোষ্ঠীটি ওয়েবসাইটে নামগুলো প্রকাশ করে বলছে, এরা ইরাক ও সিরিয়ায় আইএস-এর উপর বিমান হামলার সাথে যুক্ত, এদেরকে যেন হত্যা করে আইএস যোদ্ধারা। সেনাসদস্যদের নাম এবং ছবি ওই ওয়েবসাইটটিতে প্রকাশ করা হয়েছে। এই হুমকির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে সেনাবাহিনীর সব সদস্যদের পরামর্শ দেয়া হয়েছে, বিভিন্ন ওয়েবসাইটে তাদের কি পরিমাণ ব্যক্তিগত তথ্য শেয়ার করা রয়েছে তা খতিয়ে দেখতে। সূত্র : বিবিসি।